আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সহপাঠীকে প্রেম নিবেদন করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। রবিবার রাত ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত শায়েস্তাগঞ্জের তানসুর স্টুডিও’র মালিক বাবুল মল্লিকের পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র নেছার মল্লিক অন্ত (২০) ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ২য় বর্ষের ছাত্র প্রান্তকে (১৮) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সুত্র জানায়, শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের তোফাজ্জুল হোসেন চৌধুরীর পুত্র মাহিন চৌধুরী এবং নেছার মল্লিক ও প্রান্ত পরস্পরের বন্ধু। এদিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার জনৈক কলেজ ছাত্রীর সাথে মাহিন চৌধুরীর প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি ওই ছাত্রীকে নেছার মল্লিক ফেসবুক ম্যাসেঞ্জারে উত্ত্যক্ত করে। নেছার মল্লিককে শায়েস্তা করতে কৌশলে ওই ছাত্রী তাকে হবিগঞ্জ শহরে আসতে বলে। ঘটনার দিন রাতে নেছার মল্লিক রাজনগর এলাকায় এলে মাহিন চৌধুরী এবং নেছার মল্লিক ও প্রান্তর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মাহিন চৌধুরী, নেছার মল্লিক ও প্রান্ত আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। মাহিন চৌধুরী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। আহত নেছার মল্লিক অন্ত ও প্রান্ত’র অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়।