নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুর্গাপূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মেয়েদের উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসানের কার্যালয়ে বখাটেদের হাজির করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলো- কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের সাজন মিয়া (৩৬), আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলম মিয়ার পুত্র রুবেল মিয়া (২০) ও আউশকান্দি এলাকার নেপাল সরকারের পুত্র অলক সরকার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী মিঠাপুর গ্রামে শ্রীশ্রী ভৈরবান্দ মহাশক্তি দেবালয় দুর্গাপূজা মন্ডপে মেয়েরা পূজার্চনা করতে আসে। এ সময় হীরাগঞ্জ বাজারের রাস্তায় বখাটে সাজন, রুবেল ও অলক মেয়েদেরকে দেখে বিভিন্ন অশ্লীল মন্তব্য এবং উত্ত্যক্ত করে পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বখাটেদের আটক করে রাখেন। এ নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান বখাটেদের পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তৌহিদ-বিন হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।