মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মহাব্বত আলী নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার রাতে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ রায় প্রদান করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ (পিএসসি) জানান, ধর্মঘর বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর বাজার রাস্তা থেকে ২ বোতল ফেনসিডিলসহ মহাব্বত আলীকে আটক করে। পরে ওই দিন রাতেই সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। মহাব্বত আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের মৃত ছদর আলীর ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com