চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ধর্ম যার যার, দেশ সবার। এই নীতিতে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তিনি ক্ষমতায় থাকলে মসজিদ মন্দিরের উন্নয়ন হয়। ঈদ ও পূজায় সরকারি সহায়তা পাওয়া যায়। তাই সকলেরই উচিত প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করা। তিনি দুর্নীতির জন্য দলের নেতাকর্মীদেরকেও রেহাই দেন না। হবিগঞ্জেও যদি কেউ মদ-জুয়ার সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে রেহাই দেওয়া হবে না। পূজামন্ডপে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে আমাদের দলের হলেও রেহাই নেই।
তিনি আরো বলেন, কালীবাড়ির নাট মন্দির প্রতিষ্ঠার জন্য আমি বরাদ্দ নিয়ে এসেছিলাম। এখনো অনেক কাজ বাকী রয়েছে। আগামীতে এই কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ এনে দিব। হবিগঞ্জ সম্প্রীতির শহর, এই সম্প্রীতি ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু দেশকে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন করেছিলেন। তাই এই সরকারের ভাল কাজে সকলের সহযোগিতা করা উচিত। এই সরকারের আমলে সবধরণের উৎসব একসাথে উদযাপন করা হয়। আমরা সকলে মিলে অসাম্প্রদায়িক চেতনায় কাজ করলে কোনও অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। হবিগঞ্জে যে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে তাও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। এমপি আবু জাহির বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রায় দুইশ’ পূজা মন্ডপ রয়েছে। আমি ১৭৫টি পূজামন্ডপ পরিদর্শন করেছি। ইচ্ছে ছিল সবার সাথেই শুভেচ্ছা বিনিময় করার। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে কালীবাড়ি পূজামন্ডপে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আফীল উদ্দিন, শামীম আহমেদ, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাইদুর রহমান, অ্যাডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, শঙ্খ শুভ্র রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট তুষার মোদক।