নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর দিঘীরপার ও নগরকান্দি এলাকার ১৬০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে স্বস্তিপুর গ্রামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতেথি হিসেবে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আলী বরদি খান সুজন, ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি সুইচ টিপে বাতি জ্বালিয়ে নয়া বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com