নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বেতাপুর গ্রামে বাসন্তি রবি দাশ (৩১) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছ থেকে বাসন্তি রবি দাশের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের হিরালাল রবি দাশের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের হিরালাল রবি দাশের বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছে পরিবারের ও স্থানীয় লোকজন বাসন্তি রবি দাশের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জে মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com