মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার মসজিদ সংল্গন দুইশ বছরের একটি প্রাচীন কবরস্থান দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা চলছে। ধর্মঘর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মঘর মসজিদ সংলগ্ন দুইশ বছর আগের মালঞ্চপুর গ্রামের বড়বাড়ির লোকজন তাদের নিজস্ব জায়গায় পারিবারিক দাফনের জন্য কবরের জায়গা দেন এবং তাদের পরিচালনায় কবরস্থানটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি স্থানীয় একটি মহল তাদের পারিবারিক কবরস্থানটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। মালঞ্চপুর গ্রামের কামরুল আহাম্মেদ, ইমরান আহাম্মেদ, ফতেহউল ইসলাম, আতিকুল ইসলামসহ স্থানীয় লোকজন জানান, এটি বড় বাড়ির নিজস্ব পারিবারিক কবরস্থান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল জানান, এটি সামাজিক কোন কবরস্থান নয়। এটি তাদের পারিবারিক কবরস্থান হিসাবে পরিচিত। এ নিয়ে এলাকায় দুটি গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com