হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি হবিগঞ্জে ফিরছেন। সোমবার ঢাকা ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করে তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা হাফেজ তাফাজ্জুল হকের ছেলে মাওলানা তাফহিমুল হক। তিনি জানান, আল্লামা হাফেজ তাফাজ্জুল হককে অন্তত ৪৫ দিন বিশ্রামে থাকতে হবে। এ সময় কারো সাথে কথা বলতে বারণ করেছেন চিকিৎসক। পিতার পক্ষ থেকে তিনি ছাত্র-ভক্ত, শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি ডাক্তারের নির্দেশনা অনুযায়ী বাসায় এসে আপাতত ভীড় না জমাতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সিলেট রেঙ্গা মাদরাসায় বুখারী শরীফের দরস দিয়ে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক। দ্রুত তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাকে আইসিউতে রাখা হয়। আইসিউতে ভর্তির পর অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে সিসিইউ-তে নিয়ে আসা হয়। পরে উনার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বিত বোর্ডের সিদ্ধান্তে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধী ছিলেন। সম্প্রতি তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়লে ডাক্তার জানান, তাঁর হার্টবিটে সমস্যা হচ্ছে। তাই তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক এবং জোরে কথাবার্তা না বলার পরামর্শ দেন।
এদিকে আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়লে তার ছাত্র ও ভক্ত শুভাকাক্সক্ষীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তাঁর আশু রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে মাদ্রাসা ও ব্যক্তি পর্যায়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী অসুস্থ হয়ে পড়ার খবর ফেসবুকেও ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। তার ছাত্র ও ভক্তবৃন্দ সকলেই ফেসবুক পোস্টে উনার আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com