স্টাফ রিপোর্টার ॥ মাঝরাতে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত প্রায় ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত প্রায় ১টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন কৃপেশ সূত্রধরের ‘মা ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কস’-এ আগুন জ¦লতে দেখে শোর চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ী ও লোকজন ছুটে আসেন। সাথে সাথে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। তারা দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মা ইঞ্জিনিয়ারিং-এ থাকা ৫টি সিএনজি অটোরিক্সা, ১টি মোটর সাইকেলসহ সমুদয় মালামাল পুড়ে যায়। আগুনে পাশর্^বর্তী আছকির মিয়ার তানিয়া রেস্টুরেন্ট, আক্কাস মিয়ার বিছমিল্লাহ্ থাই এলুমিনিয়ামও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৫টি সিএনজি অটোরিকশা ও একটি মোটর সাইকেলসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com