বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জয় কুমার দাস মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে তিনি মাইক্রোবাসসহ মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে দলীয় নেতাকর্মী, এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও তার সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, আওয়ামীলীগ নেতা কৃষ্ণ দেব, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আলী আকবর খান, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদাম দাস, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের একান্ত সচিব সুদীপ দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল হক আখনজী, ইউপি সদস্য লাল চান দাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন মনি দাস, আলমপুর গ্রামের বকুল মিয়া, টিপু মিয়া, সুনারু গ্রামের সাবেক মেম্বার রমেন্দ্র দাশ, জয় কুমার দাশ, আতুকুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রইছ আলী, বিশিষ্ট মুরুব্বী প্রিয়বাশি দাস, মঙ্গল চৌধুরী, রাসেল মিয়া, বাগজোর গ্রামের শাহীন মিয়া, নোয়াগাও গ্রামের ফজলু মিয়া, জহির মিয়া, নতুন নোয়াগাও গ্রামের রাজ কুমার দাস, রন বিন্দু দাস। চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার জয় কুমার দাস ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও নৌকা মার্কায় ভোট কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com