মাস্টার্স সমমর্যাদায় উন্নীত হওয়ায় সর্বমহলে উৎসাহ আনন্দ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাম রাহমানিয়া ফাজিল মাদ্রাসাটি কামিল (মাস্টার্স) পর্যন্ত উন্নীত হয়েছে। এমন খবরে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সর্বমহলে উৎসাহ আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে মাদ্রাসার শিক্ষকবৃন্দ চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মঈনউদ্দিন ইকবাল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হককে ফুলেল শুভেচ্ছা জনান। এদিকে মাদ্রাসাটিকে ফাজিল থেকে কামিল (মাস্টার্স) পর্যায়ে উন্নীত করায় বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। অভিনন্দন জানানো শিক্ষকবৃন্দ হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু আব্দিল্লাহ মোহাম্মদ, সহকারি অধ্যাপক মোঃ ইউসুফ আলী, প্রভাষক আব্দুল হানিফ, প্রভাষক তাজুল ইসলাম, প্রভাষক প্রদীপ সূত্রধর, প্রভাষক সামিউর রহমান, সিনিয়র মৌলভী মোঃ সিরাজ উদ্দিন, আতিকুল কবির, মোঃ ফজলুল হক, সহ. মৌলভী মোঃ তাজুল ইসলাম তালুকদার, মোঃ আব্দুল ওয়াহেদ, নজরুল ইসলাম, মোঃ লৎফুর রহমান, আব্দুর নূর, আঃ মোছাব্বির, ফরিদ উদ্দিন, আঃ জব্বার, আঃ ছালাম প্রমুখ। শিক্ষকবৃন্দ জানান, বর্তমান শিক্ষাবান্ধব সরকার সারাদেশের মাদ্রাসাগুলোর উন্নয়নের দিকে নজর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করসহ প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টায় কামিল (মাস্টার্স) পর্যন্ত ফিক্াহ গ্রুপে উন্নীত করা হয়েছে। শীঘ্রই এ বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে।