এসএম সুরুজ আলী ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর, চুনারুঘাট সদর ইউনিয়ন ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ৩০ জুন শেষ দিনে মোটর সাইকেল শোভাযাত্রাসহ মিছিল করে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পরপরই প্রার্থীরা এলাকায় গিয়ে গণসংযোগ ও কর্মীসভা করেন। বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা’র কাছে সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর ছোট ভাই হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি কাওছার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এসএম লুৎফুর রহমান কাশেম ও রোটারিয়ান সেকুল সর্দার।
চুনারুঘাট সদর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক চন্দ্র রায়ের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উল্লাহ, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী রোমান, শ্রমিকলীগ নেতা কাউছার বাহার, আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নুর উদ্দিন সুমন।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামছু মিয়া, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহামন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মোস্তাক আহমেদ হেলাল, জাতীয় পার্টির নেতা ফকির কাউছার ও নেপাল চন্দ্র দাস। তারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৫ জুলাই বাতিল হওয়া প্রার্থীদের আপিল, ৮ জুলাই আপিলের শুনানি, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১০ জুলাই প্রতিক বরাদ্দ ও ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। নির্বাচনকে সামনে রেখে ৩টি ইউনিয়ন থেকে ২০জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেন ১৬জন।
উল্লেখ্য, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ওই ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে।
সুবিদপুর চুনারুঘাট সদর ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল ॥ ২ জুলাই বাছাই
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com