স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তারে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ একটি জাতির সভ্যতা-সংস্কৃতির উন্নতি-অবনতি সবকিছু নির্ভর করে শিক্ষার উপর। শুধু কাগজে-কলমে হলে হবে না, মানসম্মত শিক্ষা বিস্তারে সম্মেলিত প্রচেষ্টা চালাতে হবে। আমাদের কাজে কর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারব। তিনি রবিবার সকালে উপজেলা কিন্ডার গার্টেনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসোসিয়েশনের সভাপতি হাজী শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, অ্যাডভোকেট সুফিয়া আকতার হেলেন, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন চন্দ্র আর্যাচ্য, এসোসিয়েশনের উপদেষ্টা সাইফুল হক মির্জা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফতেহুল ইসলাম, সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আহাদ মিয়া, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়ার রহমান সুজন, সহসভাপতি সাদমান জহির প্রমূখ। অনুষ্ঠানে ২শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com