রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ বাঁধ নির্মাণ প্রকল্পের নামে ভূয়া শ্রমিক দেখিয়ে ৩৮ হাজার ৫শ’ টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপি সদস্য আকবর আলী ও কৃষি ব্যাংক ইমামবাড়ি শাখার সেকেন্ড অফিসার আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়। রবিবার সন্ধ্যায় দুদক কার্যালয়ে ডিএডি আব্দুল মালেক এই মামলাটি দায়ের করলে ডিডি অজয় কুমার সাহা তা তাৎক্ষণিক রেকর্ড করেন। তদন্ত নং-(১) তাং- ৩০/৬/২০১৯। দুদক কার্যালয়ের এক কর্মকর্তা এই মামলা দায়েরের বিষয়টি জানিয়ে বলেন, দুদকের সংশোধিত বিধি-বিধান ক্ষমতাবলে দুদককে এখন আর থানায় গিয়ে কোন মামলা করতে হবে না। নিজেরাই এ ধরনের মামলা করতে পারবে। তিনি আরও জানান, ওই ইউনিয়নের নামে বাঁধ নির্মাণ প্রকল্পে ১১ জন ভূয়া শ্রমিকের নাম অন্তর্ভূক্ত করেন অভিযুক্তরা। অথচ এইসব শ্রমিক জানতেনই না যে তারা এই বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় তালিকাভূক্ত শ্রমিক। এদিকে এইসব ভূয়া শ্রমিকের নামে ব্যাংক থেকে টাকা জাল-জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে অভিযুক্তরা আত্মসাত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com