বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি. হবিগঞ্জ জেলা ব্রিকস্ ফিল্ড মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার চৌধুরী। তিনি গতকাল দুপুরে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমপুর গ্রামের সাবেক মেম্বার ফরিদ মিয়া, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, মান্নান মিয়া, আক্তার মিয়া, শাহাবাজ মিয়া, আনোয়ারপুর গ্রামের তাজুল ইসলাম, ইউসুফ মিয়া, আরশ আলী, আব্দাল মিয়া, আতুকুড়া গ্রামের নজরুল ইসলাম, আবিদ মিয়া, জাফর মিয়া, জিলাল মিয়া, সুবিদপুর গ্রামের হরে কৃষ্ণ সরকার, নিশিকান্ত সরকার, প্রবীর সরকার, সুনারু গ্রামের ইউপি সদস্য প্রদীপ দাশ, ভৈরব দাশ, নিতাই দাশ, শনি দাস, লক্ষ্মী কান্ত দাস, নারায়ন দাস, কমল রঞ্জন দাস, গৌরাঙ্গ দাস, বিশ^বর্তী দাস, মোহানবাশি দাস, প্রভাতপুর গ্রামের তপন সর্দার, রমজান সর্দার, নোয়াগাও গ্রামের আব্দাল সর্দার, আলফু কাজী, বলাকীপুর গ্রামের আলী হোসেন চৌধুরী, মোজাম্মেল চৌধুরী, কাজল চৌধুরী, বশির চৌধুরী, কামাল চৌধুরী, রফিক চৌধুরী, প্রস্তাবকারী হাবিবুর রহমান চৌধুরী, সমর্থনকারী কমল রঞ্জন দাস। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী কাওছার চৌধুরী মামা মহসিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফজলে রাব্বী রাসেল, রুহুল আমীন, এসএ টিটুল, মিথুন, উৎপল রায়, রাজন মিয়া, ছালেহ উদ্দিন প্রমূখ। চেয়ারম্যান প্রার্থী কাওছার চৌধুরী ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।