স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার একটি বাসায় রহস্যজনক চুরি হয়েছে। এ ঘটনা নিয়ে শহরে তোলপাড় চলছে। কেউ বলছেন নিজের লোকই চুরি করেছে। আবার কেউ বলছেন অন্যকে ফাঁসানোর জন্য চুরির নাটক সাজানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসার মালিক নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে উত্তর শ্যামলী এলাকায় বসবাস করছেন। গত ২৪ জুন তিনি বাসায় স্ত্রী ও সন্তানদের রেখে বিশেষ প্রয়োজনে ঢাকায় যান। গত শুক্রবার রাতে কোন এক সময় তার বাসায় চুরি হয়। খবর পেয়ে বাসার মালিক নাজমুল বাসায় চলে আসেন এবং সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাসার মালিক দাবি করেন চোরেরা তার বাসা থেকে ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে গেছে। অনেকেই মন্তব্য করছেন সাধারণত বাসাবাড়িতে কেউ নগদ ৬ লাখ টাকা রাখেন না।
এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সামান্য কিছু টাকা পয়সা তাদের নিজেদের লোকই চুরি করেছে বলে তদন্তে জানা গেছে। এর বেশি কিছু নয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com