স্টাফ রিপোর্টার ॥ রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র ইয়ার এন্ডিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজবাহুর রহমান জুয়েল। প্রোগ্রাম চেয়ারম্যান আবিদুর রহমান রাকিবের পরিচালনায় অতিথি হিসেবে এতে বক্তৃতা করেন কবি তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান ডা. এসএস আল আমিন সুমন, রোটারিয়ান শফিউল আজম মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, রোটারিয়ান সৈয়দ বাকী মো. ইকবাল, মাহমুদ ইকবাল সুমন, আজিজুর রহমান মান্না, আনোয়ার হোসাইন, মো. শাকের আমীন, অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, রোটারেক্টর মাজহারুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল হাসান, রাশেদুজ্জামান, মিফতাহুর রহমান, আবিদুর রহমান, ফাতেমা ইয়াসমিন মিশু, নাহিদা খান সুর্মি, সোনিয়া, রবিউল, সজিব, নোমান, তানজিম, রবিন, সাইফুর, ইমন, জায়েদ, স্বাদ, হাবিবুর রহমান, নিহান, জুলহাস ও এইচ এম রিয়া প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম আলমগীর। সভায় রোটার্যাক্টর সৈয়দ মঞ্জুরুল হাসানকে সভাপতি এবং মিফতাহুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০২০ মেয়াদের কমিটিকে দায়িত্ব দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com