এসএম সুরুজ আলী ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে স্ব স্ব উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। যে ৪টি ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড।
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে সেলিম আহমেদ, রুমান মির্জা, এংরাজ মিয়া ও শেখ মোঃ এবাদত মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। বানিয়াচঙ্গ উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মরহুম ময়না মিয়া মেম্বারের ছেলে বাবলু মিয়া, আজমল মিয়া, জামাল মিয়া, হামদু মিয়া ও মহসিন মিয়া। উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হারুন মোল্লা জানান, এ ওয়ার্ডটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সকল প্রকার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড (১, ২,৩) এর মহিলা মেম্বার পদে উপ-নির্বাচন ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মোছাঃ ফরিদা বেগম, মোছাঃ রাশেদা বেগম ও মোছাঃ সেলিমা বেগম। লাখাই’র বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭,৮,৯) এর উপ নির্বাচনে ২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মোছাঃ জাহানারা বেগম ও মোছাঃ মনোয়ারা খাতুন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন খানের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
আগামীকাল ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৫ জুলাই বাতিল হওয়া প্রার্থীদের আপিল, ৮ জুলাই আপিলের শুনানি, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১০ জুলাই প্রতিক বরাদ্দ ও ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। ওয়ার্ডগুলোর মেম্বারগণ মারা যাওয়ার কারণে ওই ওয়ার্ডগুলোতে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।