ক্যাসিনো ব্যবসা, লুটপাটতন্ত্র, মাফিয়াতন্ত্র ও সারাদেশের ঘুষখোর, দুর্নীতিবাজ, গডফাদার অপরাধীদের সিন্ডিকেট গুড়িয়ে দেয়ার দাবিতে সোমবার বিকেলে কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সভায় বক্তাগণ বলেন- আমরা বামপন্থীরা দীর্ঘদিন যাবত বলে আসছি দেশে দুর্নীতি এবং লুটপাটের মহোৎসব চলছে। কিন্তু সরকার উন্নয়ন উন্নয়ন বলে লুটপাটকারীদের সহায়তা করছে। এমনকি সরকারি দল তাদেরকে নেতা বানিয়েছে। দেশটাকে লুটপাটকারী ও ঘুষ, দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত করেছে। এর দায় অবশ্যই সরকার এবং আওয়ামী লীগকেই নিতে হবে। এই অভিযানকে আরো জোরদার করতে হবে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক যে সমস্ত গডফাদার ও রাঘব বোয়ালদের নাম এসেছে সেই সকল মন্ত্রী এমপিদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এসকল পথসভায় বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, মহিবুন্নুর চৌধুরী ইমরান, মোহাম্মদ আলী, ইমদাদুল হোসেন খান, সাহেব আলী। সংহতি বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, কৃষকনেতা সামছু মিয়া, কাজল মিয়া, সমসু মিয়া, জন্টু সরকার, বিষ্ণু সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com