স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক যুবলীগ নেতা কবির আনসারীকে (৪০) এক বছরের কারাদন্ড ও ৭ লাখ টাকা অর্থদন্ড করেছে আদালত। গত ২৯ সেপ্টেম্বর হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান এই কারাদন্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল হামিদের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ আহমেদের কাছ থেকে ১ বছর আগে ৭ লাখ টাকা ধার নেন কবির আনসারী। টাকা নেয়ার সময় তিনি রিয়াদকে পূবালী ব্যাংক হবিগঞ্জ বার লাইব্রেরী শাখার একটি চেক প্রদান করেন। টাকা ফেরত পাওয়ার নির্ধারিত তারিখে রিয়াদ ব্যাংকে গিয়ে দেখেন কবির আনসারীর একাউন্টে উল্লেখিত পরিমাণ টাকা নেই। এ ঘটনায় রিয়াদ আহমেদ গত বছরের ১৪ মে আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আসামী কবির আনসারীকে ১ বছরের কারাদন্ড ও ৭ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন। কবির আনসারী নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আলতাব আলীর পুত্র।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, সাজা পরোয়ানা এখনো আমাদের কাছে আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে।
সাবেক ছাত্রলীগ নেতার মামলায় সাবেক যুবলীগ নেতার সাজা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com