স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গার গ্রামে আরজু মিয়া পাঠান নামে এক ব্যবসায়ীকে মারপিট ও লুটপাটের ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ফরহাদ আহমেদ পাঠানকে (৩৫) কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ফরহাদ আহমেদ পাঠান ওই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র ও ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি একই গ্রামের মৃত হাজী ইউনুছ মিয়ার পুত্র আরজু পাঠানকে ফরহাদ পাঠানসহ তার লোকজন মারপিট করে গুরুতর আহত করেন এবং তার ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ ঘটনায় আরজু মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com