স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাল্য বিবাহ, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ ইত্যাদি সম্পর্কে জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে মাধবপুরে কালিকাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেক মাকে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করে কি না সেদিকে নজর রাখতে হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী প্রমূখ।
মাধবপুরের কালিকাপুরে মহিলা সমাবেশে রবিউল ইসলাম
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com