চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচারগাঁও গ্রামের সামসু মিয়ার পুত্র মো: মাসুম মিয়া (২০) নারী শিশু মামলায় কোর্টে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে নারী শিশু দরখাস্ত মামলা নং- ১১৮/১৯ মামলার আসামী মাসুম মিয়া কোর্টে হাজির হলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় পাচারগাঁও গ্রামের বশির আহমদ রোহেল এর ৬ বছরের শিশুকন্যাকে ঘরের ভিতরে প্রবেশ করে মুুখে চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় মাসুম মিয়া। ভিকটিম পাচারগাঁও আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে মেয়েটির পিতা বশির আহমেদ রোহেল বিজ্ঞ আদালতে নারী শিশু দরখাস্ত মামলা নং- ১১৮/১৯ ইং দায়ের করেন। যার জি.আর নং- ৩৫৪/১৮।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com