স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় র্যাব অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (১৮) নামে এক যুবককে ৩শ’ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। সে ছাতিয়াইন গ্রামের আশিক মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহম্মেদ জানান, শ্রীমঙ্গল র্যাব-৯ এর একদল সদস্য গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে ৩শ’ ইয়াবা সহ আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র্যাবের উপপরিদর্শক এমদাদুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com