স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাদক ব্যবসায়ী আলী আকবর নানুকে (৩৫) আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিবি’র ওসি মানিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মুজাম্মেল হকের নেতৃত্বে বানিয়াচং মাইজের মহল্লা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৩৯ হাজার ৭শ’ টাকা ও ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শামছু মিয়ার পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে দত্তপাড়া গ্রামের আব্দুল হকের পুত্র তার সহযোগী সাইদুল হক (৪০) পালিয়ে গেছে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com