নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর প্রাইমারী স্কুলে মঙ্গলবার সকালে বৃক্ষরোপনের মাধ্যমে রোটারী ক্লাব নবীগঞ্জের উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে রোটারী ক্লাব নবীগঞ্জের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ তাপস আচার্য। প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান রঙ্গ লাল রায়ের সার্বিক ব্যবস্থাপনায় পরবর্তীতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলে ও আউশকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্রে আম, কমলা, মাল্টা, পেয়ারা, লটকন, কাঁঠাল, লিচু, কামরাঙ্গাসহ বিভিন্ন উন্নত জাতের ফলজ বৃক্ষরোপন করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এ.টি এম বশীর আহমেদ, সেক্রেটারী রোটারিয়ান মোঃ সামসুল হক, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ঝন্টু রায়, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান শিরিন আক্তার, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান কামরুজ্জামান সবুজ, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান আব্দুর রকিব শিপন, ক্লাব মেম্বার রোটারিয়ান শাহ মুস্তাকিন আলী প্রিন্স, রোটারিয়ান হুয়ায়ুন কবীর, রোটারিয়ান খায়রুল আক্তার জুয়েল, রোটারিয়ান ডাঃ আল-মামুর শাহনাওয়াজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com