নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে আসন্ন দূর্গাপুজায় সবকটি মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। কোন প্রকার শঙ্কা-সংশয় ছাড়াই পুজা অনুষ্ঠানের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির মূখ্য উপদেষ্টা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com