এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার ওই সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়েছে জানতে পেরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম বিপিএম এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও এসএম রাজু আহমেদের তত্ত্বাবধানে ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতরা হলো- মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র হুমায়ুন মিয়া ওরফে হুমায়ুন ডাকাত (৪০), একই গ্রামের নুরুল ইসলামের পুত্র কাইয়ুম ডাকাত (২২), সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মহিবুর রহমান (২০) ও নাছিরনগর উপজেলার আশুরাইল গ্রামের বদরু মিয়া পুত্র সোহেল মিয়া (২০)। তাদের কাছ থেকে চাপাতি, চাকু, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে আটককৃতদেরকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করলে তারা অপরাধ স্বীকার করে সাথে থাকা অন্যান্য ডাকাতদের নাম প্রকাশ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ডাকাতদের কাছ থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরি চাকু, প্লাস্টিকের বাটযুক্ত লোহার তৈরি চাকু, লোহার বাটযুক্ত চাপাতি, লোহার বাটযুক্ত লোহার রড, কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, কালো প্লাস্টিকের হাত, কাটার কাঠের তৈরি রুল লম্বা, ১টি কালো রংয়ের চার্জার টর্চলাইট উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com