স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাকশাইর এলাকায় মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি অটোরিক্সা উল্টে শ্রাবণ সরকার (১৪) নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে। শ্রাবন উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং দুর্গাপুর গ্রামের সুখলাল সরকারের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় শ্রাবণ সরকার স্কুলে যাওয়ার জন্য বাই-সাইকেল নিয়ে হাইওয়ের পাশে বাকশাইন-দূর্গাপুুর রাস্তার মুখে দাঁড়িয়েছিল। এ সময় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এক সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রাবণকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com