ফিরে আসো “মা”
মুক্তার আলী

তুমি ফিরে আসো “মা”
করব না আর জিদ
সময়মতোই খাবো আমি,
চলব না আর বিপরীত ।
তবুও আর অভিমানে থেকো না গো চুপ
চোখের পানিও শুকায়ে গেছে
কান্দে শুধু বুক।

সেইদিন সন্ধ্যায় কত মানুষ আসল আমার বাড়ি
শুধু শুধু কান্না করল,
তুমি তো ছিল ঘুম পাড়ি ।
হুজুরে! বাড়ির পাশে নামাজ পড়াইল
সামনে রেখে লোহার খাট
ক্ষুধাও খুব লেগেছিল
ঘুমিয়েছিলে,তাই দেয়নি ডাক।
ঘুম থেকে উঠে কোথায় গেছো?
কত করলাম খোজাখুজি,
ঘরের কোণে যেয়ে দেখি
ছোট্ট নতুন বাশের বাড়ি !
ও…. “মা” কই তুমি?
আসোনা তাড়াতাড়ি

তুমি ফিরে আসো মা,
বাবা শুধু কান্দে
তোমার কথায় বললেই,
আর নাহি কথা বলে !!
কেউ আগের মতো কথা বলে না
হাসায় না কেনো আমারে ?
সকাল হলে কেউ ডাকে না আর,
ঘুম পাড়াইয়ে দেয় না রাতে ।

পাড়ার ছেলেটিকে খেলার ছলে
দিয়েছি অনেক মাইর,
বাড়িতে গেলে বাবা মারবে
লুকিয়ে রাখবে কে আর?
বৃষ্টিতে ভিজতে গিয়ে
আসছে গায়ে জ্বর
তুমিও যে কোথায় গেলে,
কে করবে আদর??
শীতের রাতে ভয় করে মা
ঠান্ডায় শরীর কাপে,
সাড়া রাত জেগে থেকে আর
নেই না কেউ বুকে!
স্কুল মাঠে খেলতে গিয়ে
হাতের চামড়া গেছে ছিলে
বাবার কাছে বলেছিলাম,
বলল, ভালো হবে এমনিতে!

এইবার যদি না আসো “মা”
থাকব না আর ঘরে,
বাড়ির কোণে বাশের বাড়িতে
আমিও যাব চলে!!
“মা” ফিরে আসো “মা”