এ মোর শপথ
ডা. মোহাম্মদ আবদুল ওয়াহাব
ঝোল বারান্দার আরামকেদারায় বসে
হয়ত গুনছ সন্ধ্যা আকাশের তারা
আর ক্ষণিক অবসরে, নিশি দ্বিপ্রহরে
ভাবছি তুমিই যেন মোর শুকতারা।
পূর্ণিমার চাঁদ মিটি হাসে একা
তোমার কপোলের তিলক দেখে
আমি নির্বাক, পাইনা ভেবে
চাঁদ কেন দোষী গায়ে কলঙ্কমেখে।
জ্যোৎস্নার আলোয় কপালের বিন্দু ঘাম
ছড়ায় অপরূপ রুপালী আভা,
নীলাম্বরী শাড়ির আঁচল আর উড়ন্ত কুন্তল
কি অপরুপ, মোহনীয় মনোলোভা!
নগ্ন মলিন পায়ে ধূলিমাখা গায়ে
দিশেহারা পথিক চলেছি নির্জন পথ,
কলঙ্কমাখা ঐ একা চাঁদের মতই
মনের আকাশে সাজাবো তোমায়
এ মোর শপথ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com