বহুমুখি প্রতিভার অধিকারী সামিহা চৌধুরী নোভা। সে হবিগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠার বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে মূলত একজন চিত্রশিল্পী। কিন্তু গান আবৃত্তিতেও রয়েছে তার সমান পারদর্শিতা। সে স্বনামধন্য চিত্র প্রশিক্ষক তরুণ রায়ের কাছে তালিম নিচ্ছে। পাশাপাশি রনেন্দ্র ভট্টাচার্য্য ও স্কুলের শিক্ষক বাবলী চৌধুরীর কাছে সে সঙ্গীত ও আবৃত্তি চর্চা করে যাচ্ছে। ইতোমধ্যে সে চিত্রাংকন, গান ও আবৃত্তির অর্ধশতাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। নোভা ২০১৯ সালে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ আয়োজিত ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, জাতীয় শিশু দিবস উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় ক-বিভাগে ১ম, বাংলাদেশ শিশু একাডেমী হবিগঞ্জ আয়োজিত আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় ১ম, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে হামদ্ ও নাতে ২য়, জাতীয় শোক দিবস উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ক-গ্রুপে ২য়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় ২য়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি হবিগঞ্জ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আবৃত্তিতে ১ম এবং বঙ্গবন্ধুর হাতের লেখা চিঠি প্রতিযোগিতায় ২য় ও খেলাঘর জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়াও সে হবিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, বেসরকারি সংস্থা ও সংগঠনের অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখে। তার পিতা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর মা একজন গৃহিণী। নোভার প্রিয় খাবার চিকেন ফ্রাই আর প্রিয় ফল লিচু। তার প্রিয় ফুল শাপলা আর প্রিয় রং নীল। সে আনন্দ উৎসবে নীল রংয়ের জামা পরতে বেশি স্বাচ্ছন্দবোধ করে। গরীব মানুষের দুঃখ দুর্দশা ছোট্ট নোভার মনে গভীরভাবে পীড়া দেয়। সে গরীব মানুষের সেবা করতে চায়। তার ছোট্ট মনের অভিব্যক্তি ডাক্তার হলে গরীবের সেবা করা যায়। ছোট্ট নোভার এ স্বপ্ন সফল ও সার্থক হোক দৈনিক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।

– মঈন উদ্দিন আহমেদ