চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাটে মিনা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্ব¡রে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মোঃ জালাল উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক মন্ডলীসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com