স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র ছনবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২শ’ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেল প্রায় ৪টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনস্থ চিমটিবিল বিওপি’র সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ চা পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com