স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীর হয়ে যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে তাঁকে এই নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, উপজেলার গাড়ি আর অফিসের চেয়ারের জন্য আমি চেয়ারম্যান নির্বাচিত হইনি। আমি হবিগঞ্জ সদর উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চাই। মানুষ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি তাদের নিকট দায়বদ্ধ ও কৃতজ্ঞ। তাদের সন্তানদের সু-শিক্ষা, সামাজিক নিরাপত্তা, পরিবেশ দূষণ, গ্রামের রাস্তাঘাট, হাট-বাজারের উন্নয়নে কাজ করা আমার দায়িত্ব ও কর্তব্য। এজন্য আমি প্রবাসীদের সহযোগিতা চাই। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আপনাদের যেকোন ধরনের সমস্যায় আমাকে নিজ মানুষ হিসাবে জানাবেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। তিনি নাগরিক সংবর্ধনা দিয়ে সম্মানিত করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্র হবিগঞ্জবাসীর ব্যানারে উক্ত সংবর্ধনা সভাটি হয়ে উঠে হবিগঞ্জবাসীর মিলন মেলায়। এতে সকল রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নিউইয়র্কের ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। নাগরিক সংবর্ধনায় আয়োজক কমিটির আহবায়ক জকি উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শিমুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ি সিবিএর সাবেক সভাপতি মোঃ এন আমিন, মেঘা ইন্সুরেন্স এর প্রেসিডেন্ট ও সিও রাজিব আহমেদ, আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী সামছুল আলম শামিম।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার গাফ্ফার আহমেদ, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সাংবাদিক মোজাহিদ আনসারী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোব্বাশি^র চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাছির উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মীর আব্দুল লতিফ দরবেশ, জালালাবাদের সহ-সভাপতি মূয়নুল হক চৌধুরী হেলাল, সাফি উদ্দিন তালুকদার, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির ইউএসএ সভাপতি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক রেজায়ুল আজাদ ভূইয়া, হবিগঞ্জ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সামছুল আলম শামিম, সাংগঠনিক সম্পাদক আমীর আলী, সদস্য দেওয়ান মোতাচ্ছির মন্জু, বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আলমগীর মিয়া, ইব্রাহীম খলিল বার ভূইয়া রিজ, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু সায়িদ চৌধুরী কুঠি, সহ- সাধারণ সম্পাদক মন্জু চৌধুরী, বিষ্ণু পদ সরকার, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ আসকির, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শুকান্ত দাস হরে, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক পারবেজ আহমেদ খান, নবীগঞ্জ সমিতির সভাপতি সাব্বির আহমেদ, সহ-সভাপতি লোকুস মিয়া, সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, চুনারুঘাট সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ দলাই, চুনারুঘাট ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আব্দুল কদ্দুস জয়। হবিগঞ্জবাসী অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম আজাদ, অধ্যাপক মারুফ মিয়া, শিশির বনিক, গাজী অলিউর রহমান, সামছুল হক, অনিমেষ রায়, মাসুদ শাম্মু, মোশাররফ চৌধুরী, আব্দুল কদ্দুস জয়, ফরহাদ হোসাইন, ফরহাদ আহমেদ, হারুনুর রশিদ, মোঃ এমরান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল হোসেন চৌধুরী। গীতা পাঠ করেন শুকান্ত দাস হরে।