স্টাফ রিপোর্টার ॥ বরগুনায় রিফাত হত্যাকান্ডের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। শনিবার দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক বশিরুল আলম কাউছারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা হাবিবুর রহমান খোকন, শফিউল আলম আবদাল, জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা রিফাত হত্যাকান্ডের ঘাতকরা যাতে আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সতর্ক দৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com