স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী জনাব আলী ডিগ্রী কলেজের ছাত্র আমিনুল ইসলামকে (১৭) ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা হামলাকারীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে। সে বানিয়াচং সদরের সাগরদীঘির দক্ষিণপাড় গ্রামের আব্দুল হকের পুত্র ও ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। আহত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সে ক্লাস শেষে কলেজ থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে আসলে একদল দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। শিক্ষার্থীরা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি আমি জানি। হামলাকারীদের বিরুদ্ধে কলেজের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com