স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সদস্য, হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র রোটারিয়ান মিজানুর রহমান মিজান বলেছেন- হবিগঞ্জ শহরকে জলাবদ্ধতা মুক্ত করা আমার প্রধান লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম কাজই হবে সকলকে সাথে নিয়ে হবিগঞ্জ শহরকে জলাবদ্ধতা মুক্ত করা। শহরবাসীকে আমি জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। পাশাপাশি হবিগঞ্জ শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন শহরে প্রতিষ্ঠিত করব। শনিবার সন্ধ্যায় রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নিয়মিত সাপ্তাহিক সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সভায় হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় নব নির্বাচিত মেয়র রোটারিয়ান মিজানুর রহমান মিজানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রোটারিয়ান মো: শরীফ উল্লাহ, রোটারিয়ান তবারক আলী লস্কর, রোটারিয়ান অধ্যাপক নজমুল হক, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ জাহেদুল ইসলাম, রোটারিয়ান তজম্মুল হক চৌধুরী, রোটারিয়ান সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় রোটারিয়ান অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ^াসকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও রোটারিয়ান শরীফ উল্লাকে জন্মদিনের শুভেচ্ছা উপহার দেয়া হয়।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নিয়মিত সাপ্তাহিক সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com