৪টি ওয়ার্ডে মেম্বার প্রার্থীরাও নির্বাচনী লড়াইয়ে

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময় প্রত্যেক উপজেলার নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ ২০ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও মেম্বার পদে শূন্য ওয়ার্ডগুলোতে মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর ছোট ভাই হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি কাওছার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এসএম লুৎফুর রহমান কাশেম ও রোটারিয়ান সেকুল সর্দার। এছাড়াও সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী ও বানিয়াচঙ্গ উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রইছ উল্লাহ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী রোমান, শ্রমিক লীগ নেতা কাউছার বাহার, শাহ কুতুব উদ্দিন, আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নুর উদ্দিন সুমন মনোনয়নপত্র দাখিল করেন।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামছু মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী আলহাজ¦ আতিকুর রহমান আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহামন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মোস্তাক আহমেদ হেলাল, অপু চৌধুরী, আব্দুল কুদ্দুস মাখন চকদার, জাতীয় পার্টির নেতা ফকির কাউছার, নেপাল চন্দ্র দাস মনোনয়নপত্র সংগ্রহ করেন।
২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৫ জুলাই বাতিল হওয়া প্রার্থীদের আপিল, ৮ জুলাই আপিলের শুনানি, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১০ জুলাই প্রতিক বরাদ্দ ও ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই দিনে বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, লাখাই’র বুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই নির্বাচনকে সামনে রেখে ৩টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জোরেসুরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীরা গ্রামে গ্রামে গণসংযোগ ও কর্মীসভা করছেন।
উল্লেখ্য, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ওই ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে। এছাড়াও ওয়ার্ডগুলোর মেম্বার মারা যাওয়ার কারণে সেখানে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।