স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এনা বাস চাপায় পারভেজ মিয়া নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের কবির মিয়ার ছেলে। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, পারভেজ বাড়ি থেকে তাদের কদমতলীর দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যায় তারা। ঘটনার পরই ঘাতক বাস ও চালক পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com