স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সদর বাজার থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ফখরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের জিতু মিয়ার ছেলে। মাধবপুর থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালে গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করেছিল। ২০১৮ সালে এ মামলায় তাকে দুই বছর সাজা দেন আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com