স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে নিখোঁজের তিন দিন পর মাহমুদ মিয়া (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাও’র একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। সে ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে।
বানিয়াচং থানার এসআই জুলহাস জানান- গত ২৬ জুন বাড়ি থেকে বের হয়ে মাহমুদ আর ফিরে আসেনি। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশ্ববর্তী পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকালে হবিগঞ্জ মর্গে করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com