বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং নতুন বাজার থেকে ৫/৬নং বাজারের মধ্যবর্তী লামাপাড়া নামক স্থানে দীর্ঘদিন পর কালভার্টের কাজ শুরু হলেও শেষ হচ্ছে যেন কচ্ছপ গতিতে। ব্যস্ততম এই রাস্তায় এটির কাজ পুরোপুরি শেষ না হওয়ার ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়ছেন চরম দুর্ভোগে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়- এই কালভার্টটিতে মাত্র একজন শ্রমিক কাজ করছেন। শ্রমিকের সাথে আলাপ করে জানা যায়, তারা দুইজন মিলে এখানে কাজ করেন। তবে আজকে একজনের শরীর খারাপ থাকায় সে চলে যাওয়ায় একাই কাজ করছে। এই রাস্তার দিয়ে চলাচলের যানবাহনগুলো অন্য রাস্তা দিয়ে ঘুরে নির্দিষ্ট স্থানে পৌঁছুতে হচ্ছে। এর ফলে যানবাহনের ভাড়া ও সময় লাগছে বেশি। এভাবে কাজ চলতে থাকলে শেষ হতে মাসের পর মাস লেগে যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাই এই কালভার্টটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা।