আগামী বৃহস্পতিবার হতে ৪র্থ বারের মতো বাহুবলের শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম জয়পুরে ৯দিন ব্যাপি শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু হবে। বুধবার রাত ৯টায় শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় পদাবলী কীর্তন, দুপুর ১২টায় জগন্নাথ দেবের ভোগরাগ, বেলা ১টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা দেড়টায় আলোচনা সভা, আড়াইটায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথে আরোহন ও বেলা সাড়ে ৩টায় সংকীর্ত্তনের মাধ্যমে রথযাত্রা শুরু হবে। বেলা ৫টা ৫০ মিনিটে জগন্নাথ দেবের মাসীর বাড়ি (স্বর্গীয় নিলকান্ত সাহার বাড়ি) আমোদিনী ভিলায় আগমন। ৫ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা আরতি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় আলোচনা, শ্রীশ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১২ জুলাই সকাল ১০টায় পদাবলী কীর্ত্তন, বেলা ২টা ২২ মিনিটে জগন্নাথ দেবের রথে আরোহন, বেলা ৩টায় উল্টো রথযাত্রা এবং শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে গমন। এতে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণ করার জন্য রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি রনধীর চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নিরু আহবান জানিয়েছেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হাতি দিয়ে রথ টানা হবে। বিজ্ঞপ্তি