স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেয়েছেন হবিগঞ্জের জাকের আলী অনিক। উদীয়মান ক্রিকেট তারকাদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে থাকা অবস্থায় ‘এ’ দলে ডাক পান অনিক। শনিবার এইচপি ক্যাম্পের চলাকালীন মাঠেই জানানো হয় এ দলের স্কোয়াড। আফগানিস্তান ‘এ’ দলের সাথে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ‘এ’ দলের এই নতুন স্কোয়াড ঘোষণ করা হয়।
এর আগে বিসিবির অধীনে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ সবগুলো টুর্নামেন্টেই খেলেন অনিক। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশে গিয়ে ক্রিকেট খেলে সুনাম অর্জন করেন। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০১৬ খেলেছেন বাংলাদেশের হয়ে। ২০১৬ সালে অর্ধ শতক হাকিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১৭ সালে প্রাইম ধলেশ্বরের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগে অভিষেক হয় তার। ২০১৮ সালে ডিপিএল তিনি গাজী গ্রুপের হয়ে কয়েকটি অর্ধশতক করেন। ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরের সিলেট সিক্সার্সে হয়ে মাঠ মাতান অনিক। একই সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে প্রথম সেঞ্চুরি করেন। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি ক্যাম্পে ডাক পান অনিক।
লিস্ট এ ক্রিকেটার জাকের আলী অনিকের জন্ম ১৯৯৮ সালে হবিগঞ্জ পৌরসভার ঝিলপাড় এলাকায়। পিতা সাবেক সেনা সদস্য শওকত আলী ও মাতা সাবেক জনপ্রতিনিধি আলম চাঁন বেগম।
অনিকের বড় ভাই শাকের আলী অপু জেলার নিয়মিত ক্রিকেট খেলোয়াড়। তার সাথে মাঠে আসা যাওয়া করেই প্রথম ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন অনিক। বড় ভাই উইকেট কিপার ব্যাটসম্যান। তাই বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেন তিনিও। ভাই যখন বাসায় অনুশীলন করতেন তখন তার কিপিং গ্লাবস্ হাতে দিয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে পড়তেন অনিক। অপুও বুঝতে পাড়েন তার প্রতিভা আছে। তাই জেলা ভিত্তিক অনুর্ধ্ব ১৪ দলের বাঁচাইয়ে অংশগ্রহন করান। অনুর্ধ্ব ১৪ হবিগঞ্জ দলের স্কোয়াডে জায়গা করে নেন অনিক। হবিগঞ্জ জালাল স্টেডিয়াম থেকে ক্রিকেটের যাত্রা এভাবেই শুরু হয় অনিকের।
এর মধ্যে হবিগঞ্জ শহরে অবস্থিত রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাস করে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ভাল ক্রিকেটার হওয়ার প্রবল ইচ্ছা তার মনে। তাই ২০১০ সালের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ঢাকা গিয়ে বাছাইয়ে অংশগ্রহন করেন। সেই বাছাইয়ে হাজারো ছাত্রের মধ্যে সেরা উইকেট কিপার হয়ে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পান তিনি। বিকেএসপিতে ভর্তি হওয়ার পরই মূল ধারার ক্রিকেটে যুক্ত হন। এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন তিনি।
বিসিবির অধীনে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ সবগুলো টুর্নামেন্টেই খেলেন। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০১৬ খেলেছেন বাংলাদেশের হয়ে। যুববিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ দলের জয়ের নায়ক ছিলেন তিনি। একই বছর অর্ধ শতক হাকিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১৭ সালে প্রাইম ধলেশ্বরের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগে অভিষেক হয় তার। ২০১৮ সালে ডিপিএল তিনি গাজী গ্রুপের হয়ে কয়েকটি অর্ধশতক করেন। ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরের সিলেট সিক্সার্সে হয়ে মাঠ মাতান অনিক। একই সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে প্রথম সেঞ্চুরি করেন। এসব ছাড়াও দেশের বিভিন্ন বিভাগে লীগে ভাল পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন এই উদিয়মান ক্রিকেটার।
ব্যক্তিগত জীবনে ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবার ছোট অনিক। তার বড় বোন নূরজাহান বিভা ছাড়া সব ভাই বোন জেলা ভিত্তিক ক্রিকেট খেলেছেন। মেজ বোন শাকিলা ববি হবিগঞ্জ জেলা মহিলা দলের অধিনায়ক ছিলেন টানা চার বছর। বর্তমানে তিনি সিলেটে সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। ছোট বোন সাবিনা তিশাও জেলা মহিলা দলের হয়ে ক্রিকেট খেলেছেন। বড় ভাই শাকের আলী অপু জেলা দল ও স্থানীয় ক্রিকেট ক্লাবে এখনোও ক্রিকেট খেলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com