স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি।
উদ্বোধনী দিনে উভয় টুর্নামেন্টে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপের দুটি খেলার মাঝে হবিগঞ্জ সদর উপজেলা হবিগঞ্জ পৌরসভাকে ৫-০ গোলে পরাজিত করে। ২য় খেলায় বাহুবল উপজেলা ৪-১ গোলে চুনারুঘাট উপজেলাকে পরাজিত করে। বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী খেলায় হবিগঞ্জ সদর উপজেলা ট্রাইবেকার ২-১ গোলে লাখাই উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল। ২য় খেলায় হবিগঞ্জ পৌরসভা ২-০ গোলে বাহুবল উপজেলাকে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত উভয় টুর্ণামেন্টে জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভাসহ ১০টি দল অংশগ্রহণ করছে। ২৩ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।