মো. টিপু মিয়া ॥ গতকাল দুপুর ১২টার দিকে বানিয়াচং উপজেলা থেকে ২টি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। তবে গতকাল বিকালেই ঐ অজ্ঞাত মহিলা লাশের পরিচয় পাওয়া গেছে। সে বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের মোঃ নীল মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৫৫)।
জমিলার ছেলে রুহুল আমিন জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে আমার মা নিখোঁজ ছিলেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান কোথাও পাওয়া যায়নি। গতকাল দুপুর খবর পাই পূর্ব বাজগাঁও গ্রামে খোয়াই নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং দেখতে পাই ওটি আমার মায়ের লাশ। পরে সুজাতপুর ফাঁড়ি পুলিশ লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, বিকেলে উপজেলার শুটকি ব্রীজ এলাকায় রতœা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। ওই লাশটিরও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com