মোঃ টিপু মিয়া ॥ হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালে হবিগঞ্জে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সহিদ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদ্বয় ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যুদ্ধকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় ৭ম শ্রেণির শিক্ষার্থী সারা, মাইশা, দিয়া ও স্বর্ণশ্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com