স্টাফ রিপোর্টার ॥ সিনিয়র সহকারি জজ আদালতের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর জমিলুন্নবী ফয়ছলের আপিল জেলা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ জেলা জজ আমজাদ হোসেন আপিল নামঞ্জুর করেন। এর পূর্বে গত ১১ সেপ্টেম্বর ব্যক্স নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন। এ ব্যাপারে জবাব প্রদানের জন্য নির্বাচন কমিশনকে আদালত থেকে নোটিশ প্রদান করা হয়। নির্বাচন কমিশন ১২ সেপ্টেম্বর নোটিশ পেয়ে ১৫ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে জবাব দেয়ার প্রস্তুতি নিলে বাদীপক্ষের আইনজীবী ১ দিনের সময় প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক তাদের আবেদনের প্রেক্ষিতে ১ দিনের সময় দেন। ১৬ সেপ্টেম্বর বিবাদীপক্ষ জবাব দিতে আদালতে হাজির হলেও বাদীপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হননি। ফলে আদালত বিবাদীপক্ষের শুনানি গ্রহণ করেন। নিজেদের আইনজীবীর অনুপস্থিতিতেই বাদীপক্ষ পুনরায় শুনানির জন্য সময় প্রার্থনা করে। বিজ্ঞ বিচারক তাদের আবেদন মঞ্জুর করে ১৭ সেপ্টেম্বর পুনরায় শুনানির তারিখ ধার্য্য করেন। ১৭ সেপ্টেম্বর উভয়পক্ষের বক্তব্য গ্রহণ শেষে ১৮ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখে বাদীপক্ষ আদালতে তাদের অভিযোগ প্রমাণ করতে না পারায় বিজ্ঞ বিচারক নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এ ঘটনার পর সভাপতি পদপ্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ জেলা জজ আদালতে আপিল মোকদ্দমা নং- ১৯/২০১৯ দায়ের করে আগামী ২১ সেপ্টেম্বর যাতে ব্যকসের গঠিত নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করতে না পারে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। বিজ্ঞ জেলা জজ শুনানীঅন্তে আপিল নামঞ্জুর করেন। এই আদেশের ফলে আগামীকাল ২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ব্যকসের নির্বাচনে আর কোন আইনগত বাঁধা রইল না। বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট ফারুক আহমেদ ও অ্যাডভোকেট সরোয়ার রহমান চৌধুরী শামীম।
জেলা জজ আদালতে হাজী আব্দুর রহমানের আপিল নামঞ্জুর
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com