স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহর ও চুনারুঘাটসহ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাত ও ঝড়বৃষ্টি হয়েছে। ঝড়ের সাথে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ঝড়ে চুনারুঘাটে বেশ কিছু গাছপালা ভেঙ্গে পড়েছে। সেই সাথে বিদ্যুতবিহীন হয়ে পড়েছে গোটা চুনারুঘাট। ঝড়ের সময় বিদ্যুত চলে যাওয়ার পর আর বিদ্যুতের দেখা মিলেনি। স্থানীয়রা জানান, উত্তর বাজারে রানীগাঁও রাস্তার মোড়ে বড় বটগাছ ছিল সেটা ভেঙ্গে পড়ে পাশের দোকানের উপর। এতে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com